Thursday, July 25, 2024
Homeজামালপুরতিনি যেখানে যান সেখানেই ইট পাথরে ফুল ফুটে

তিনি যেখানে যান সেখানেই ইট পাথরে ফুল ফুটে

মোহাম্মদ আলী : তিনি যেখানে যান সেখানেই ইট পাথরে ফুল ফুটে। বাতাসে সুবাস ছড়ায়। মুগ্ধ হন দর্শনার্থী! মোহিত হয় পরিবেশ!
কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। তেমনি একজন নারী, মুনমুন জাহান লিজা। যিনি একজন কোমল হৃদয়ের সৌখিন মানুষ। এছাড়া একজন সরকারি কর্মকর্তা। কর্মরত আছেন জামালপুর জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা হিসেবে। তিনি দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় বদলে গেছে জেলা পরিষদ এর দৃশ্যপট। পরিষদ ভবনের ছাদ সিঁড়ি ও মেঝের যে অংশে ধুলা ময়লা আবর্জনা জমে থাকতো এখন সেখানে ফুলের টব শোভা পাচ্ছে। তাতে ফুটছে নানা রঙ ও জাতের ফুল। বাতাসে ছড়াচ্ছে সুবাস! মোহিত হচ্ছে পরিবেশ। মুগ্ধ হচ্ছেন পরিষদ ভবনে গমনাগমনকারীরা!
শুধু এখানেই নয়, মুনমুন জাহান যেখানেই যান সেখানেই ইট পাথরের দেওয়ালে ফুল ফুটে। এর আগে তিনি বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন ছাদ বাগান করে ব্যাপক সারা জাগিয়েছিলেন এবং প্রশংসা কুড়িয়ে ছিলেন। জামালপুরে এসেও তিনি তারা সৌখিনতা ও রুচিবোধ ধারাবাহিকতার প্রতিফলন ঘটিয়েছেন।
এব্যাপারে জামালপুর জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা, মুনমুন জাহান লিজা বলেন, আমি ফুলকে ভালোবাসি। তাই, যেখানেই থাকি সেখানেই ফুল ফুটাতে চেষ্টা করি, ফুলের কাছে থাকতে চাই। সবার মাঝে ফুলের সৌরভ ছড়াতে চাই।

Most Popular

Recent Comments