Wednesday, June 26, 2024
Homeজাতীয়তিন ওসি, এক ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত

তিন ওসি, এক ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত

পুুলিশের তিন ওসি এবং একজন উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, মাদারীপুর জেলার কালকিনি, ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করারও সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসআর/এসকেডি

Most Popular

Recent Comments