Monday, December 5, 2022
Homeখেলাধুলাতিন ক্রিকেটারকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

আ.জা. স্পোর্টস:

ইংল্যান্ড সফর শেষ কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলার। জৈব-সুরক্ষা বলয় ভাঙায় এই তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। এসএলসি সেক্রেটারি মহন ডি সিলভা এক বিবৃতিতে সোমবার এই ঘোষণা দেন। “জৈব-সুরক্ষা বলয় ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে। তাদেরকে তাৎক্ষণিক শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হয়েছে।” তিন ক্রিকেটার রোববার রাতে সুরক্ষা বলয় ভাঙার কথা স্বীকার করেছেন। এসবের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে। যেখানে সুরক্ষা বলয়ের বাইরে দেখা গেছে মেন্ডিস ও ডিকভেলাকে। এরপরই তাদের বিরুদ্ধে বলয় ভাঙার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এসএলসি। ক্রিকইনফোর প্রতিবেদনে মেন্ডিস ও ডিকভেলার সঙ্গে আরেকজনের থাকার সম্ভাবনার কথা বলা হলেও সে বিষয়ে নিশ্চিত তথ্য ছিল না। নিষেধাজ্ঞায় এলো গুনাথিলাকার নাম। এরই মধ্যে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। যেখানে ব্যাট হাতে সাদামাটা পারফরম্যান্স ছিল মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলার। তিন ম্যাচে ৫৪ রান করেছেন কুসল, ২৬ রান করেছেন গুনাথিলাকা। আর ডিকভেলা দুই ইনিংসে কেবল ১৪। টি-টোয়েন্টির পারফরম্যান্স বাজে হলেও ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য এই তিন জন। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে অভিজ্ঞ তিন ব্যাটসম্যানকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দল এর আগে ঊরুর চোটে হারিয়েছে আভিশকা ফার্নান্দোকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments