Friday, September 29, 2023
Homeরাজনীতিতিন দফা দাবিতে গণভবন অভিমুখে পদযাত্রা করবেন সোহেল তাজ

তিন দফা দাবিতে গণভবন অভিমুখে পদযাত্রা করবেন সোহেল তাজ

৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ (সোহেল তাজ)।

আগামী সোমবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সোহেল তাজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি লেখেন, আপনারা জানেন যে- বাংলাদেশের ইতিহাসে ১০ই এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন, কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা।

তিনি আরো লেখেন, ‌আমি মনে করি- বাংলাদেশের একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনি অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারব। সেই লক্ষ্যে ১০ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল সোমবার বিকাল ৩টার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments