Thursday, March 23, 2023
Homeআন্তর্জাতিকতিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে ইউক্রেন: পেন্টাগন

তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে ইউক্রেন: পেন্টাগন

আ.জা. আন্তর্জাতিক:

ইউক্রেনের সমরাস্ত্র আগামী তিন বছরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী কলিন কাল। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেন নিজেদের তৈরি সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারব এবং আগামী তিন বছরের মধ্যে দেশটির সামরিক সক্ষমতা ন্যাটোর মানে পৌঁছে যাবে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়েছে। গত ছয় মাসে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। এসব অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। হোয়াইট হাউজ বুধবার এক বিবৃতিতে বলেছে, খুব শিগগিরই আরো ২৯৮ কোটি ডলারের অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠাবে ওয়াশিংটন।

কলিন কাল এ সম্পর্কে আরো বলেন, আমরা ইউক্রেনকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করতে চাই। পশ্চিমা দেশগুলো এমন সময় ইউক্রেনে সমরাস্ত্রের ঢল নামিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে যখন ইউক্রেনের সেনাপ্রধান গত মঙ্গলবার স্বীকার করেছেন, গত ছয় মাসের যুদ্ধে তার বাহিনীর প্রায় নয় হাজার সৈন্য নিহত হয়েছে। পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments