Sunday, October 1, 2023
Homeজামালপুরতুলসীপুরে মাস্টার ক্লিনিকের উদ্বোধন

তুলসীপুরে মাস্টার ক্লিনিকের উদ্বোধন

এম এ রফিক : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারের কলেজ রোডে গতকাল বিকেলে মাস্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান চান বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। উদ্বোধন করেন রশিদপুর ইউনিয়নের চেয়রম্যান খন্দকার ফজলুল হক। বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশীদপুর ইউনিয়ন আওয়ামীলীগ এ-র সাবেক সভাপতি আঃ আজিজ খান, সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লিনিকের প্রতিষ্ঠাতা হারুন আর রশিদ। জানাযায় ২০০৯ ইং সাল থেকে ক্লিনিকটি পরিচালিত হয়ে আসলেও আধুনিক ওমান সম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নতুন সাজে এ-ই ক্লিনিক এ-র উদ্বোধন করা হয়। এ-ই ক্লিনিকে ডায়াবেটিকস রোগিদের বিশেষ চিকিৎসার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে প্রতিদিন স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাঃ দের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments