এম.এ রফিক: জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে শীতের সবজি পাতাকফিতে সয়লাব হয়ে উঠেছে। স্বল্প খরচে অল্প জায়গায় সহজেই চাষ করা যায় এই সবজি, আর তাই পাতাকফি চাষে আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষক দের। জানাযায় প্রতিপিছ স্থানীয় বাজারে ১২/১৫ টাকা বিক্রি হচ্ছে। এই পাতাকফির চাহিদাও রয়েছে সাধারন গ্রাহকদের মাঝে সেই সাথে পাইকারী ভাবে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন বাজারে। এ বিষয়ে পাতাকফি বাজারে বিক্রি করতে আসা কৃষক মোঃ রাসেল বলেন আমি এবছর প্রায় ১ একর জমিতে পাতা কফি চাষ করেছি ফলন ভালো হওয়ায় এবং বাজের চাহিদা বেশি থাকায় আশা করছি এ বছর লাভোবান হবো।