Thursday, September 28, 2023
Homeআন্তর্জাতিকদাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে একটি আস্ত পাহাড় আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। ঘটনাটি দেশটির নাখন নায়ক অঞ্চলের। খবর রয়টার্সের।

রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন বুধবার (২৯ মার্চ) মোবাইলে এ বিরল দৃশ্য ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, বিশালাকৃতির একটি পাহাড়ের সব জায়গায় আগুন লেগেছে। আর রাতের বেলায় ভিডিওটি ধারণ করায় পাহাড়টি দেখতে বেশ ভয়ানক লাগছিল। তবে সঙ্গে আবার এটি দেখতে সুন্দরও লাগছিল।

একটি আস্ত পাহাড় জ্বলার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।   

তবে পাহাড়ে কিভাবে এত বড় আগুন লাগল সে বিষয়টি  এখনো খুঁজে বের করতে পারেনি ওই অঞ্চলের প্রশাসন। তবে স্থানীয় সূত্রগুলো বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের ধারণা আগুনের সূত্রপাত হয়েছে বজ্রপাত ও ঝড়ো হাওয়া থেকে। কারণ গত মঙ্গলবার (২৮ মার্চ) ওই অঞ্চলে প্রচণ্ড বজ্রপাতের ঘটনা ঘটেছিল।

আগুন যেন বেশি দূর ছড়িয়ে যেতে না পারে এবং আর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য এখন এটি দ্রুত সময়ের মধ্যে নেভানোর চেষ্টা করা হচ্ছে। এ কাজে স্থানীয় প্রশাসন ছাড়াও খাও ইয়ে ন্যাশনাল পার্কের কর্মকর্তা, উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে।

ওই অঞ্চলের স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছেন, যে পাহাড়টিতে আগুন দেখা যাচ্ছে, সেটি একটি ঘন বনাঞ্চল। ওই এলাকায় মানুষের বসতি নেই। ফলে মানুষের কিছু না হলেও আগুনে সবচেয়ে বেশি ও সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বন্যপ্রাণীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments