নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার দক্ষিণ অঞ্চলের বৃহৎ বিদ্যাপীঠ দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ২০২৩ইং সালের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে গত বুধবার ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোঃ মহির উদ্দিন তালুকদার। সঞ্চালনায় ছিলেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম শামছুল হক এর পুত্র শফিকুল ইসলাম লেবু, অভিভাবক সদস্য আব্দুর রশীদ, মহসীনুজ্জামান মহসীন প্রমুখ। জানা যায়, এ বছর দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে মানবিক শাখায় ৩২৩ জন, বিজ্ঞান শাখায় ৬১ জন এবং ব্যবসায় শাখায় ৬৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সেই সাথে বিজ্ঞান ও ব্যবসায় শাখায় আরো প্রায় ৩০টি আসন খালি রয়েছে। তাই অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার স্থানীয় শিক্ষার্থীদের দ্রুত কলেজে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।