নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস ও কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিজয় দিবস ও কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে শহীদবেদীতে পুষ্পার্পন, জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনাসভা, মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহির উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ মোঃ আহসান উল্ল্যাহ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটি সদস্য, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। সেইসাথে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। সেইসাথে বিশেষ দোয়া করা হয়।