Friday, September 29, 2023
Homeবিনোদনদিল্লি অডিশনে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিয়া

দিল্লি অডিশনে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিয়া

তিন বছর পর এক রিয়ালিটি শোর মেন্টর হয়েই কাজে ফিরছেন বলিউডের বিতর্কিত নায়িকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হলো রোডিজের দিল্লি অডিশন। সেখানে হাজির ছিলেন তিনি। সুশান্ত কাণ্ডের পর রিয়াকে কীভাবে দর্শক গ্রহণ করে নেন, তা নিয়েই বেশ চিন্তায় ছিলেন এ শোয়ের নির্মাতারাও। সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো তার?

এক বিবৃতিতে রিয়া বলেন, ‘অডিশনে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। আজ যেসব ছেলে-মেয়েরা হাজির ছিলেন তাদের থেকে যে পরিমাণ ভালবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ফিরতে পেতে অনেক ভালো লাগছে।’

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এঘটনায় রিয়া চক্রবর্তীর জীবনে নেমে আসে এক কঠিন বিপর্যয়। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ থেকে শুরু করে চরিত্রের কাঁটাছেঁড়াসহ একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে আড়ালে নিয়ে যান তিনি। তবে অবশেষে ফিরেছেন ইন্ডাস্ট্রিতে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments