প্রতীকি ছবি
শ্রীবরদী সংবাদদাতা: দুই ভাই ভেঙ্গে দিয়েছে আরেক ভাইয়ের ঘর। এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা করেছে অবরুদ্ধ। এতে পরিবার-পরিজন নিয়ে অবরুদ্ধ হয়ে ৯ দিন যাবত মানবেতর দিন কাটান এই পরিবারটি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তারা। ঘটনাটি ঘটে ৩ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। সম্প্রতি মামলাটি প্রত্যাহারে প্রতিপক্ষ নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে। ফলে ন্যায় বিচার নিয়ে শংকতি হয়ে পড়েছেন পরিবারটি। ক্ষতিগ্রস্ত আলী আকবর জানান, তার বাবা আব্দুল করিম মৃত্যুর আগেই তারা পৃথক হয়। পৃথক বাড়ি করেন আলী আকবর। সম্প্রতি তাদের মধ্যে দেখা দেয় জমি সংক্রান্ত বিরোধ। এরই জের ধরে তার ভাই আবুল হাসেম ও আনোয়ার হোসেন খাজা পরিকল্পিতভাবে লাঠি-সোঠা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাঁধা দিতে গেলে তাদেরকে মারপিট করে। এক পর্যায়ে তার একটি টিনসেড ঘর ভাঙচুর করে। পরে তার বাড়ি থেকে চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে আলী আকবর ও তার স্ত্রী,সন্তানরা। এ ঘটনার ৯ দিন অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন কাটান এই পরিবারটি। এ ঘটনায় ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকিসহ প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে তার দুইভাইসহ তিন জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন আলী আকবর। তিনি বলেন, তারা আমাদের বাড়িতে আবারো হামলার হুমকি দিতাছে। ওদের ভয়ে স্ত্রী সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি এর বিচার চাই।
এই ঘটনায় প্রতিপক্ষ তার ভাই আনোয়ার হোসেন খাজা জানান, জমি সংক্রান্তের বিরোধে সে নিজেই তার ঘর ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি বলেন, এ ব্যাপারে কয়েকবার গ্রাম্য শালিস হয়েছে। তারা মানছে না। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।