দেওয়ানগঞ্জ প্রতিনিধি : ঈদ পুনর্মিলনী ও সমস্যায় জর্জরিত ও শিক্ষায় পশ্চাদপদ দেওয়ানগঞ্জের উন্নয়ন ও নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ নিয়ে যাত্রা শুরু করলো জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি। ১৯ এপ্রিল শুক্রবার বাদ মাগরিব জামালপুর বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল ইসলাম বুলবুলের সার্বিক তত্তাবধান ও আহবানে হাসপাতালের সভাকক্ষে এ উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মাহাবুবুর রহমান জিলানী ও হাসান সারোয়ার মঞ্জুর সঞ্চালনায় এবং প্রবীণ আইনজীবি এড. হাফিজুর রহমান হিরু মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাবরেজিষ্ট্রার গোলাম রব্বানী, এড. আল আমিন, এড. কামাল উদ্দিন, এড. মাহফুজুর রহমান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, সুবর্ণ চৌধুরী চায়না, সিফাত উল্লাহ সহ অন্যান্য। বক্তাগণ নানাবিধ সমস্যায় পশ্চাদপদ দেওয়ানগঞ্জের উন্নয়ন ও সমস্যা সমাধানে সুপরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টায় তা সমাধানের চেষ্টা চালানোর আশাবাদ ব্যাক্ত করেন। পরে সবার সম্মতিক্রমে জামালপুর বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মোঃ আশরাফুল ইসলাম বুলবুল কে আহবায়ক করে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি গঠন করা হয়। শেষে এক ভোজ সভায় যোগদান করেন সবাই।
Related Posts
বকশীগঞ্জে চালকদের মধ্যে দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ সিএনজি চলাচল! দুর্ভোগে যাত্রীরা
- AJ Desk
- November 17, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : সিএনজি চালকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বকশীগঞ্জ-জামালপুর সড়কে তিন দিন ধরে বন্ধ রয়েছে […]
ইসলামপুরে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
- AJ Desk
- December 11, 2024
ইসলামপুর সংবাদদাতা : “স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের […]
মেলান্দহে দোস্ত এইডের ফুড প্যাকেজ বিতরণ
- AJ Desk
- April 10, 2024
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দোস্ত এইড বাংলাদেশ এর উদ্যোগে জামালপুরের মেলান্দহের টুপকারচর […]