খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের ৩ প্রতিবন্ধী সন্তানের অসহায় বৃদ্ধ বাবা দুলাল মন্ডলের সমস্যার শেষ নেই। দুলাল মন্ডল দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। তার ৩ জন পুত্র বুদ্ধি প্রতিবন্ধী। তারা হলেন, রিপন মন্ডল, শিপন মন্ডল ও রোকন মন্ডল। দুলাল মন্ডলের সাংসারিক অবস্থা একবারে ভালো না। নিজে এবং তার স্ত্রীর শারীরিক অবস্থা খুব খারাপ। নানা রোগে আক্রান্ত তারা। একেতো অভাবী সংসার, তার উপর ৩ জন প্রতিবন্ধী পুত্রের বোঝা টানা তার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। প্রতিবন্ধী ৩পুত্র পড়াশোনা করে, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয়ে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম নয়াদিগন্তকে জানান, দুলাল মন্ডলের ৩ বুদ্ধি প্রতিবন্ধী পুত্র আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে। সরকারের সুরক্ষা আইনে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, পুষ্টিকর খাদ্য, বিনোদন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় ফিরে আনা। কিন্তু এসবের অধিকাংশই পাচ্ছে না তারা। বৃদ্ধ দুলাল মন্ডল নয়াদিগন্তকে জানান,আমার ও আমার স্ত্রীর অনেক বয়স হয়েছে। শারীরিক সমস্যাতো আছেই, তার উপর ৩ জন প্রতিবন্ধী পুত্র। সবকিছু মিলে সংসার চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। তিনি চোখের জল ফেলে বলেন, আমি গরীব, বৃদ্ধ, আমার জনসংখ্যা কম থাকায় স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বৈধ ৪৩ শতক জমি বেদখল করে রেখেছে। স্থানীয়ভাবে চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকবার সালিশির আয়োজন করা হলেও, তারা সালিশ মানছেন না, বরং আমার বিরুদ্ধে একের পর এক পাল্টা মামলা মোকদ্দমা করে হয়রান পেরেশান করছে। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমার এই বৈধ্য ৪৩ শতক জমির ন্যায় বিচার ও উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
Related Posts
মেলান্দহে মির্জা আজম এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- January 28, 2024
মোঃ আব্দুল হাই : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জামালপুর-৩ আসনে নৌকায় প্রতীকে প্রার্থীর পক্ষে নির্বাচন […]
জামালপুর জেলাসহ ৩টি জেলার চরাঞ্চলের কৃষিপন্য উৎপাদনে সম্পৃক্ত ঋণগ্রহীতাদের নিয়েআইএফআইসি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক পিএলসি জামালপুর শাখার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
- AJ Desk
- June 27, 2024
স্টাফ রিপোর্টার :জামালপুর জেলা, গাইবান্ধা জেলা, রৌমারী ও রাজিবপুর উপজেলা, কুড়িগ্রাম জেলার চর অঞ্চলের কৃষি […]
দেওয়ানগঞ্জে সাপের লেজ ছেড়া স্রোতস্বিনী এক সময়ের ব্রক্ষপুত্র নদের তলে এখন ফলছে ফসল
- AJ Desk
- April 24, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের উপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রবল স্রোতস্বিনী ব্রক্ষপুত্র নদের তলদেশে […]