Friday, July 26, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের শতভাগ ফলাফল

দেওয়ানগঞ্জে আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের শতভাগ ফলাফল

খাদেমুল ইসলাম : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জামালপুরের দেওয়ানগঞ্জে আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের ৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এবং ৩ শিক্ষার্থী নাম্বার পেয়েছে সর্বোচ্চ। সর্বোচ্চ নাম্বার প্রাপ্তরা হচ্ছেন, অংকিতা দাস, আনিকা তাফসিয়া ও নির্ঝর বিশ^াস। এবারে আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে মোট ৩৮ জন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের। আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ আমির হোসেন মুরাদ ও অধ্যক্ষ নুরুন্নাহার বেগম এ সাংবাদিককে জানান, এবার এসএসসি পরীক্ষায় ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৪ জনের মধ্যে ৭ জন জিপিএ-৫ পাওয়া ছাড়াও অন্য সকলে কৃতিত্বের সাথে পাশ করেছে। পাশের হার শতভাগ। ৩ পরীক্ষার্থী উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা জানান, আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। স্কুল প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর পরীক্ষার ফলাফল সহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়ে আসছে। এবারে সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি সহ অন্যান্যদের অকৃতিম সহযোগিতা রয়েছে।

Most Popular

Recent Comments