দেওয়ানগঞ্জ সংবাদদাতা : অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ঐ দিন সকালে এক র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনু্ষ্িঠত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা রানি, উপজেলা গ্রাম আদালত সমন্বয় কারী জাকিয়া সুলতানা, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার স্থানীয় সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ, এন জি ও ই এস ডিও প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কামরুজ্জামান, মৌসুমি আক্তার সহ অন্যান্যরা। বক্তারা নারী সমাজের শতভাগ শিক্ষা,সচেতনতা, সন্তানদের সু শিক্ষাদানের উপর গুরুত্ব প্রদান সহ দিবসের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
