খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে দীর্ঘদিন ধরে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কর্তন করে সরকারি বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা বিঘ্নিত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সরকারি বেসরকারি দপ্তরে জরুরি কাজ কর্মে দারুন অসুবিধা দেখা দিচ্ছে মাঝে মধ্যেই। কে বা কারা এই অপর্কম করে যাচ্ছে? কি তাদের উদ্দেশ্য? এসব কি সরকারি বেসরকারি কাজ কর্মে জটিলতা সৃষ্টি করার উদ্দেশ্য? নাকি রাষ্ট্রোদ্রোহী মূলক কাজ? না কোনো প্রতিদন্ধী ব্যবসায়ী গ্রুপের কাজ? মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির এবং ঐ কোম্পানির অধিনে কর্মরত জামালপুর জেলার ম্যানেজার মোঃ ওমর ফারুক নয়াদিগন্তকে জানান, মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির নিয়ন্ত্রণে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা দিয়া আসছি আমরা দীর্ঘদিন ধরে। কিন্তু উপজেলার দেওয়ানগঞ্জ সদর, পাররামরামপুর, হাতীভাঙা ইউনিয়নে গত ৯ ডিসেম্বর সোমবার রাত ৭.৩০ থেকে উল্লেখিত এরিয়ায় লক্ষ করা যায় ৯ কিলোমিটার ব্যাপী জায়গার বিভিন্ন স্থান থেকে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কর্তন করা হয়েছে। ২ দিন ব্যাপী গভীর রাত পর্যন্ত সংযোগ স্থাপনে কাজ করতে হয়েছে। মাস খানেক আগে মাদারগঞ্জেও লাইন কাটায় সেবা বিঘিœত হয়েছিল। কে বা কারা এ অপকর্ম করেছে তা খুঁজে দেখা হচ্ছে। কর্তনকৃত ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবারের মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। তারা আরও জানান, জামালপুরের ৭ উপজেলায় আমরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছি। প্রায় ১ মাস আগে শেরপুর জেলায় সবকটি উপজেলায় ইন্টারনেট সেবা বিঘিœত হয়েছিল এসব কারণে। এই কোম্পানির জেলা ম্যানেজার মোঃ ওমর ফারুক এবং লাইনম্যান আব্দুল আজিজ ও মুর্শেদ জানান, জামালপুর এবং শেরপুর জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১০ বছর ধরে আমরা কাজ করে আসছি। ঐ ২ জেলার বিভিন্ন স্থানে লাইন কাটায় এ যাবৎ প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে হালুয়াঘাট, নকলা, ঝিনাইগাতী, নালিতাবাড়ী সহ বিভিন্ন থানায় জিডি করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
Related Posts
পরিষদে অনুপস্থিতসহ নানা অনিয়মে বকশিগঞ্জে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান অপসারণ দাবী
- AJ Desk
- August 21, 2024
নিজস্ব প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে ধানুয়া কামালপুরের ইউপি সদস্যদের অনাস্থাকৃত ও জনবিচ্ছিন্ন কর্মস্হলে অনুপস্থিত ইউপি […]
বন্যা দুর্গতদের জন্য জামালপুর ইয়ুথ ক্লাসিসিস্ট এর সাংস্কৃতিক অনুষ্ঠান
- AJ Desk
- August 28, 2024
টিপু খান : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দুর্গতদের সহায়তায় জামালপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গত সোমবার […]
ইসলামপুরে যমুনার গর্ভে হাজার বাড়িঘর ও ফসলি জমি বিলীন
- AJ Desk
- October 12, 2024
ইসলামপুর সংবাদদাতা ;উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরের ইসলামপুুর উপজেলায় […]