খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাতে রোববার ভোরে প্রবাহিত কাল বৈশাখী ঝড়ে বাসা বাড়ী, ক্ষেতের ফসল, গাছপালা, শাকসবজির বাগান সহ নানান ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দিন আগে এলাকায় প্রবল বৃষ্টি হলে স্বস্থি নেমে এসেছিল এলাকাবাসীদের মনে। এই রেশ কাটতে না কাটতেই রোববারের কাল বৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়লো দেওয়ানগঞ্জ বাসী। রোববার ভোরে কাল বৈশাখী ঝড়টি দেওয়ানগঞ্জ পৌর সভা সহ উপজেলার ৮ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে রোপা আমন, ভুট্টা, শাক সবজির বাগান, ফলফলাদির গাছপালা সহ অন্যান্য ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বৃহৎ আকারের আকাশমনি (একাশি) গাছ উপড়ে পড়ে গেছে। রাস্তার উপর গাছটি পড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত বন্ধ হয়ে গেছে। অন্যভাবে আসা যাওয়া করছে রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব নয়াদিগন্তকে জানান, অল্প থেকে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। যে জায়গায় বড় আকারের গাছটি পড়ে গেছে সেখানে এ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন থাকতো, এছাড়া এখানে সব সময় মানুষ জন অবস্থান করে। তিনি আরো জানান, অনেক টাকা খরচ করে সুন্দর একটি বাগান করা হয়েছিল, গাছটি বাগানের উপর আছড়ে পড়ে সব কিছু ধ্বংস হয়েছে। সে সময় গাছটি তাদের উপর পড়লে সরকারি সম্পদ বিনষ্ট সহ প্রাণহানি ঘটতে পারতো। তিনি আরো জানান, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে বেশকটি বড় বড় গাছ রয়েছে। এগুলো কাটা না হলে পরবর্তীতে কোনো কাল বৈশাখী বা ঘূর্ণিঝড়ে হাসপাতাল ভবন, হাসপাতালের যানবাহন ও প্রাণহানি ঘটার আশঙ্কা করা হচ্ছে।
দেওয়ানগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ফসল বাড়ী ঘরের ক্ষয়ক্ষতি
