খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ ছাবেদা-চাঁন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ছামিউল হক ছামু তার স্কুলের সুনাম ক্ষুন্ন করার অপ-প্রয়াসে সাংবাদিককে মিথ্যা তথ্য প্রদান করে অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সোমবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামের ছাবেদা-চাঁন উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে জনাকির্ন এক সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন, এসএমসির সভাপতি অধ্যাপক্ষ ছামিউল হক ছামু, প্রধান শিক্ষক হালিমা খাতুন ও সহকারী প্রধান শিক্ষক মুছলিমা আক্তার। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, উক্ত বিদ্যালয়টি এলাকায় একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ স্কুলের সুনাম সুখ্যাতি নষ্ট করতে স্থানীয় একটি চিহ্নিত মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে সাংবাদিককে মিথ্যা তথ্য পরিবেশন করে ফেসবুক ও একটি জাতীয় দৈনিকে “দুই সতীনের আয়নাবাজী” শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়া “প্রধান শিক্ষক ঢাকায় প্রক্সি দেন সতীন” শিরোনামেও একটি সংবাদ প্রকাশ করা হয়। এসব বিষয় সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে তারা উল্লেখ করেন সম্মেলনে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসএমসির সভাপতি বলেন, প্রধান শিক্ষক ঢাকায় বসবাস করেন না। মাঝে মধ্যে ঢাকায় যান। শুক্রবার ও শনিবার ছাড়া তিনি ঢাকায় যান না। তার পরিবর্তে প্রধান শিক্ষক পদে কেউ প্রক্সি দেন না। হাজিরা খাতা নিজের স্বাক্ষর নিজে দেন। মুছলিমা আক্তার বাহাদুরাবাদ টেকনিক্যাল স্কুলে প্রধান শিক্ষক। তিনি কখনই বলেন নি, তিনি ছাবেদা-চাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংবাদ সম্মেলনে এসএমসির সভাপতি অধ্যাপক্ষ ছামিউল হক ছামু, প্রধান শিক্ষক হালিমা খাতুন ও সহকারী প্রধান শিক্ষক মুছলিমা আক্তার সহ অন্যান্যরা স্কুলের সুনাম নষ্ট করার পরিকল্পনা কারীদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
Related Posts
ইসলামপুরের কাঠমা কৃষ্ণনগরে গাঁজার বাগান জব্ধ করেছে পুলিশ
- AJ Desk
- November 23, 2024
বিশেষ প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে লক্ষাধিক টাকার গাঁজার বাগান জব্দ করেছে ইসলামপুর থানা পুলিশ। জানা যায়, […]
জামালপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
- AJ Desk
- May 29, 2024
এম.এফ.এ মাকাম : ভিটামিন-এ খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কামান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ভিটামিন-এ প্লাস […]
মাদারগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- February 19, 2024
মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,সরকারি দপ্তর প্রধান,শিক্ষক,গণমাধ্যমকর্মী ও সুশীল […]