খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যা পরিস্থিতি অবলোকন, নদ-নদীর ভাঙ্গন ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ। তিনি ৬ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে প্রায় ১ টা পর্যন্ত দেওয়ানগঞ্জ পৌরসভা, চিকাজানী, চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দুপুরে বিরতির পর বিকেলে বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিরপাড়া নদী পাড় এলাকায় শত শত বন্যা দুর্গত নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ, মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ সহ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে প্রধান অতিথি হিসেবে মত বিনিময়ে অংশ নেন সাংসদ নুর মোহাম্মদ। রোববার উপজেলার উত্তরের হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
Related Posts
মেলান্দহে বঙ্গবন্ধুর শিশু ভাবনা শীর্ষক আলোচনা
- AJ Desk
- March 19, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধুর শিশু ভাবনা শীর্ষক আলোচনা সভা ১৭ মার্চ বিকেল ৩টায় […]
জামালপুরে আ’লীগ নেতা বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- AJ Desk
- March 2, 2024
নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক […]
জামালপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩
- AJ Desk
- June 20, 2024
জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে […]