দেওয়ানগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের ১৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ এমদাদুল হক। গত ৭ জুলাই রোববার সকালে এনজিও বেইস ডিএলসিসিএপি প্রজেক্ট অফিস মিলনয়াতনে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় এবং বেইস ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আয়োজনে এবং দিলরুবা আক্তারের সঞ্চালনায় এক ত্রৈমাসিক সমন্বয় সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়। প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতি (প্রশিপস) এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রৈমাসিক বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবারের নির্বাচিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এমদাদুল হক, সমাজ সেবক মোঃ আবুল কাসেম, আবুল হাসেম, আফরোজা বেগম, নুরুন্নাহার বেগম, জেবা আক্তার, আঃ রশিদ, মাসুদা আক্তার, জহুরা সুলতানা, মাহফুজুরর রহমান সহ অন্যান্য। পরে সর্ব সম্মতিক্রমে দেওয়ানগঞ্জ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম জামালপুর জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ এমদাদুল হক কে। নব নির্বাচিত সভাপতি কে মিষ্টি মুখ করান বেইস কর্মকর্তা কর্মচারীরা।