খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার ১৫ মার্চ দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামি দেওয়ানগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এডভোকেট মোঃ নাজমুল হক সাঈদী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর ছাত্তার, জেলা জামায়াতের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ (শান্ত), জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেছ আলী, হযরত শাহজামাল (র) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী মোঃ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এডভোকেট মোঃ নাজমুল হক সাঈদী বলেছেন, ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। ভারতে বাংলাদেশে দুতাবাসে হামলা চালানো হয়। আমাদের সজাগ সর্তক থাকতে হবে। আওয়ামীলীগের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই অভ্যত্থানের ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে। চান্দাবাজ ধান্দাবাজদের জাতি চিনে, তারা তাদের দেখতে চায় না, পছন্দ করে না। এদেশের মানুষ ইসলামি শাসন ব্যবস্থা দেখতে চায়। এ শাসন ব্যবস্থা ছাড়া দেশে উন্নতি হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, দুঃশাসন বন্ধ হবে না। ফাসিষ্ট আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের নানাভাবে নির্যাতিত হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের অনেক কেই অনেক হত্যা করেছে।
দেওয়ানগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে মাহে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
