Tuesday, February 27, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে শব্দ দূষণ রোধে নীরব মিনিট পালন করেছে সেভ দ্য এনভাইরনমেন্ট সোসাইটি

দেওয়ানগঞ্জে শব্দ দূষণ রোধে নীরব মিনিট পালন করেছে সেভ দ্য এনভাইরনমেন্ট সোসাইটি

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শব্দ দূষণ রোধে, শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি প্রতিপাদ্য নিয়ে নীরব মিনিট পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনভাইরনমেন্ট সোসাইটি। গতকাল রোববার সকাল ১০ ঘটিকার সময় দেওয়ানগঞ্জ মডেল থানার চত্বরে। শব্দ দূষণ রোধে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার থানা মোড়ে এক মিনিট নীরবতা পালন করেছে সেভ দ্য এনভাইরনমেন্ট সোসাইটি। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম সহ সাংগঠনের অন্যান্য সদস্য মো. রুহুল আমিন হারুন, মোহাম্মদ ফজলুল হক, নূর ই ইলাহী, আজাদ হোসেন, ওমর আল বশির, মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন। নিরব মিনিট পালন শেষে পৌরশহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শব্দ দূষণ রোধ এবং শব্দ দূষণের ক্ষতি সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করে সংগঠনের পরিবেশবাদী নেতা কর্মীরা।

Most Popular

Recent Comments