Tuesday, February 27, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদ হাসান প্রিন্স বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, আয়না, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন কাজের গতি বৃদ্ধি পাবে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। ৯ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদ হাসান প্রিন্স স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্সস মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় সভাপতির ভাষনে উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, আমি নতুন যোগদান করেছি। পুরো উপজেলা এখনো ঘুরে দেখা হয়নি। সমস্ত এলাকা ঘুরে দেখবো। যেখানে যা করার দরকার সেখানে তাই করবো। এ উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে, তবে সব সমস্যারই সমাধান হয়নি। এলাকার বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং, পড়াশোনা মান উন্নয়ন, নদী ভাঙ্গন, যোগাযোগ, অনিয়ম দূর্নীতি, অব্যবস্থাপনার দিকে অগ্রাধিকার দিবো। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রেজাউল করিম এলান, সাবেক কয়েকবারে নির্বাচিত সভাপতি ও বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দৈনিক নয়াদিগন্ত ও ডেইলী নিউনেশন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ ও বাংলা টিভির প্রতিনিধি তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, কোষাধ্যক্ষ ও রাজধানী টিভির প্রতিনিধি রশিদুল হক, দৈনিক পল্লীর আলো প্রতিনিধি দেলোয়ার হোসেন সহ অন্যান্য। মত বিনিময় সভায় সাংবাদিকরা এলাকার সংকট, সমস্যা সম্ভবনা সহ নানা বিষয় তুলে ধরলে ইউএনও জাহিদ হাসান প্রিন্স ধৈর্যধরে মনোযোগ দিয়ে সেসব শোনেন এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

Most Popular

Recent Comments