খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়েনের চেয়ারম্যান মোঃ আবুল কালামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়ন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম (কালাম) এর আয়োজনে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাতীভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম (কালাম), ইউপি সদস্য শহিদুর রহমান, মাসুদ মিয়া, আশরাফ হোসেন, মনোহার আলী, জাহাঙ্গীর আলম, শিলা মনি সহ অন্যান্য। বক্তাগণ হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালামের বিরুদ্ধে স্থানীয় চিহ্নিত একটি মহলের মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এসব অপপ্রচার বন্ধ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। ইউপি চেয়ারম্যান আবুল কালাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক’দিন আগে আমার পরিষদের মহিলা মেম্বার শিলামনি আমাকে ফোন করে জানান, তার স্বামীকে কাঠারবিল বাজারে চিহ্নিত একটি মহল বেদম মারধর ও আটকে রেখেছে। এ সংবাদ পেয়ে আমি একজন চেয়ারম্যান হিসেবে সেখানে ছুটে যাই এবং বিষয়টি মিমাংশা করার চেষ্টা করতে থাকি। এ সময় ৩০/৪০ জন চিহ্নিত ব্যক্তি আমি এবং আমার পুত্র সহ অন্যান্যদের উপর হামলা চালায়। বেধে যায় সংঘর্ষ। দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এব্যাপারে প্রতিপক্ষরা আমার উপর দোষ চাপিয়ে যাচ্ছে, আমি নাকি হুকুম দিয়ে এ সংঘর্ষ বাধিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে ঐ মহলটি নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এলাকা জুড়ে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিকার চাচ্ছি।
Related Posts
স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ-ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি
- AJ Desk
- February 26, 2024
ইসলামপুর সংবাদদাতা : ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ […]
দেওয়ানগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠিত সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম
- AJ Desk
- March 12, 2024
দেওয়ানগঞ্জা সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন […]
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
- AJ Desk
- June 1, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ১১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন […]