Friday, July 26, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আজ ২১ মে মঙ্গলবার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধীতা করছেন। তারা হচ্ছেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আবুল কালাম আজাদ (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ সোলায়মান হোসেন (মটর সাইকেল), উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান (আনারস), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী তাসলিমা আক্তার লিপি (কাপ পিরিচ) এবং চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজাউল করিম লাভলু (দোয়াত কলম) এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্ধীতা করছেন। এবার চেয়ারম্যান পদে সকল প্রার্থী আওয়ামীলীগের নেতা হিসেবে এলাকায় সবাই বলাবলি করছে, এ নির্বাচন আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের। এবার নির্বাচনী প্রচারনায় ভিন্ন চিত্র দেখা গেছে। প্রার্থীরা প্রধান প্রধান সড়কে বিশাল মটর সাইকেল বহর নিয়ে পাল্লাপাল্লি শোডাউন করেছেন এবং ব্যাটারি চালিত অটোরিক্সায় প্রার্থীদের পক্ষে মুখরোচক কথাবার্তা ও আহবান ট্যাপ করে দিনরাত প্রচারনা চালিয়েছেন। প্রতিটি ভোটারের কাছে প্রার্থীদের পক্ষে গিয়ে ভোট প্রার্থনা করা সম্ভব হয়নি বলে অনেক ভোটার জানিয়েছেন। এবার ভোটার উপস্থিতি কম হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। ধান কাটার মৌসুম চলছে। শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভোটার শ্রমিকরা স্থানীয়ভাবে কাজে ব্যস্ত এবং বেশি পারিশ্রমিকের আশায় দূর দুরান্তে গিয়েছে কাজে। প্রধান একটি রাজনৈতিক দল ভোটে যাচ্ছে না। সব শ্রেণীর ভোটারদের কাছে ব্যক্তিগতভাবে পৌছানে সম্ভব হয়নি প্রার্থীদের। সব মিলিয়ে এবার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক নাও হতে পারে বলে অনেকের ধারণা। এ নির্বাচনে আবুল কালাম আজাদ, মোঃ সোলায়মান হোসেন ও দেওয়ান মোঃ ইমরানের মধ্যে ত্রি-মুখী প্রতিদ্বন্ধীতার সম্ভাবনা থাকলেও মূল প্রতিদ্বন্ধীতা হতে পারে মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ সোলায়মান হোসেনের মধ্যে।

Most Popular

Recent Comments