খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে ইউএসডিও’র উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) আয়োজনে ১৪ নভেম্বর বৃহষ্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ইউএসডিও’র বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম আব্দুল্লাহ বিন রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদের সভাপতিত্বে এবং সরকারি একেএম কলেজের প্রভাষক আবু হানিফের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের আরএমও ডাঃ বিপুল মিয়া, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের ডিষ্ট্রিক্ট সাব-কো অডিনেটর মোঃ শরীফ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা, সৌরভ আহম্মদ, শেখ নয়ন এবং অন্যদের মধ্যে আরিফ হোসেন ও মুখলেছুর রহমান সহ অন্যান্য। মত বিনিয়ম সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউএসডিও প্রকল্প সমন্বয়কারী আঃ বারী এবং সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ইউএসডিও প্রজেক্ট অফিসার শাহানা পারভীন। স্বাস্থ্য বিষয়ক মত বিনিময় সভায় ৭০ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
Related Posts
জামালপুরে স্বাস্থ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকারের যৌথ অভিযানে সদরের ৩টি বেসরকারি ক্লিনিকে ১লাখ ১০হাজার টাকা জরিমানা
- AJ Desk
- March 4, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে স্বাস্থ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকারের যৌথ অভিযানে সদরের ৩টি বেসরকারি […]
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিনের পদত্যাগ দাবিতে জামালপুরে মানববন্ধন
- AJ Desk
- August 21, 2024
আসমাউল আসিফ ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের […]
জামালপুরে ধানক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার
- AJ Desk
- May 26, 2024
নিজস্ব সংবাদদাত : জামালপুরে ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (৫৫) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার […]