খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সদর চর ভবসুর মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার বীর ভবসুর ঠোটাপাড়া গ্রামের বাসিন্দা এবং চর ভবসুর মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক আমিনুল ইসলাম জামালপুর থেকে সুমন নামে এক আত্মীয়ের মোটর সাইকেলের পিছনে বসে দেওয়ানগঞ্জ নিজ বাড়ীতে আসার সময় মেলান্দহ- দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা এলাকায় এক অটোরিকশার সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়, পরে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে চর ভবসুর মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জামালপুরে প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের নিয়ে গিয়েছিলেন। রোববার দেওয়ানগঞ্জে ফেরার সময় বিকেলে ডেফলা এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা গভীর শোক প্রকাশ করছেন।