Sunday, October 1, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত যুবতীর বয়স আনুমানিক ১৮-২০ বছর। ট্রেনে কাটা পরা ক্ষতবিক্ষত ঐ লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন মাস্টার মোঃ আব্দুল বাতেন নয়াদিগন্তকে জানান, বুধবার সন্ধ্যার পর ৭.৪০ মিনিটে জামালপুর থেকে একটি লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশনে এসে পৌঁেছ । কিছুক্ষণ পর সংবাদ পাওয়া যায়, স্টেশনের অদূরে চরভবসুর ঠোঁটাপাড়া গ্রামে রেললাইনের ধারে অজ্ঞাত এক যুবতীর লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। অজ্ঞাত ঐ যুবতী ট্রেনে কাটা পড়ে মারা গেছে, কেউ তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছে, নাকি অন্য কোথাও তাকে মেরে এই স্থানে ট্রেন থেকে ফেলে দিয়ে গেছে অথবা সে চলন্ত ট্রেনে আত্মহত্যা করেছে কিনা এসব বিষয় নিয়ে এলাকাবাসীর মাঝে জল্পনা কল্পনা চলছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বাবু শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, রেল লাইনের ধারে অজ্ঞাত এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে তিনি রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করেছেন। এব্যাপারে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মোঃ হোসেন আলীর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত ঐ যুবতীর কোনো ঠিকানা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments