খাদেমুল ইসলাম:
দেওয়ানগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে র্যালী শেষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে দুপ্রক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মদন মোহন ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন, আপনার অধিকার আপনার দায়িত্ব, দূর্ণীতিকে না বলি, প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খাইরুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আনছার উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দুপ্রক এর অন্যতম সদস্য অধ্যক্ষ রাশেদা আফরোজ রিতু ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক খাদেমুল ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পেশা জীবি।