দেওয়ানগঞ্জ সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সহ যোগী সংগঠন, মুক্তি যোদ্ধা সংসদ, পৌরসভা, দেওয়ানগঞ্জ মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সাভিস, জিল বাংলা ওয়ার্কাস ইউনিয়ন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাবিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিধি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আফতাফ উদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মারুফ হাসানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপর দিকে দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করেন উপজেলা আওয়ামীলীগ। রোববার সকালে উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ইসতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন. আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।