Saturday, April 1, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জে ইজারাকৃত পিয়ারের ছড়া বুড়ির ডোবা জল মহালকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের...

দেওয়ানগঞ্জে ইজারাকৃত পিয়ারের ছড়া বুড়ির ডোবা জল মহালকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

খাদেমুল ইসলাম :জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারী ইজারাকৃত পিয়ারের ছড়া বুড়ির ডোবা জল মহলকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে যে কোন সময় দু’দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে। উপজেলা মৎস্য অফিসের ডাংধরা ইউপি মৎস্য সম্প্রসারন প্রতিনিধি শহিদুল ইসলাম ও ডাংধরা মৎস্যজীবি সমবায় সমিতির সহ সভাপতি মেছের আলী সহ অন্যান্যরা অভিযোগ করেছেন, ৩০ একর ৪২ শতক কাতে ২ একর ২৬ শতক জমির পিয়ারের ছড়া বুড়ির বিলটি জেলা প্রশাসনের কাছ থেকে ১৪২৯-১৪৩১ বাংলা সনের জন্য সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়েছেন। এই মেয়াদের প্রথম বছর চলমান। সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা কালে স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পী ঐ জলাশয় তাদের রেকর্ডীয় সম্পত্তি বলে দাবি করে একদল লোক নিয়ে ঐ জলমহলে বাধা প্রদান করে এবং বিলের মাছ শিকার করে। প্রায় ৫-৬ লাখ টাকার মাছ অবৈধ ভাবে শিকার করে নিয়ে যায় বলে অভিযোগ। গত ০১/০২/২০২৩ইং বুধবার ইজারাকৃত বুড়ির বিলে ফের মাছ মারা কালে মৎস্যজীবি সমবায় সমিতি স্থানীয় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করলে উক্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আঃ রহিম পুলিশ সহ ঘটনাস্থলে গমন করেন। অবৈধ ভাবে মাছ মারা বন্ধের চেষ্টা চালান। এ সময় চরম উত্তেজনা দেখা দেয়। এমতাবস্থায় পুলিশ ও মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল থেকে দ্রুত সড়ে যান। এ বিল নিয়ে গত ২৮/১২/২০২২ জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেন মোঃ মেছের আলী। যার তদন্ত ভার দেওয়া হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে। এ বিলকে কেন্দ্র করে স্থানীয় বিবাদমান দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments