খাদেমুল ইসলাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে আশ্রয়ণে অধিকার শেখ হাসিনার উপহার স্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ দান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একে,এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। এতে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কয়েকবারের নির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, রেজাউল করিম এলান, মদন মোহন ঘোষ, বিল্লাল হোসেন মন্ডল, নজরুল ইসলাম সহ অন্যান্য। আগামী ২৩ জানুয়ারী প্রধান মন্ত্রী কর্তৃক উদ্বোধনের পূর্বে দেওয়ানগঞ্জে নির্মিয়মান ১৭২টি গৃহ নির্মাণ, কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার একে,এম আব্দুল্লাহ বিন রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসান। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে চলমান কর্মকান্ডের বিভিন্ন বিষয় অবগত হন।