খাদেমুল ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কুমড়াকান্দি ইজ্জতুন্নেছা দাখিল মাদ্রাসায় ভবনের অভাবে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। যে সব গৃহ রয়েছে তাতে স্থান সংকুলান হচ্ছে না। গাদা-গাদি করে পড়াশুনা করতে হচ্ছে তাদের। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এমপিও ভূক্ত হয় ২০০৩ সালে। শিক্ষক, কর্মচারী ১৭ জন, ছাত্র-ছাত্রী রয়েছে ৩০৭ জন। একতলা একটি ভবন রয়েছে। তাতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের দারুন অসুবিধা হচ্ছে। কুমড়াকান্দি ইজ্জতুন্নেছা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংকার মোঃ ইদ্রিছ আলী সরকার ও সুপার মোঃ আব্দুস ছালাম এ সাংবাদিককে জানান, অত্র মাদ্রাসায় প্রতি বছর পাশের হার প্রায় শতভাগ। প্রথমে এক একর জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। পরে স্থানাভাব দেখা দেওয়ায় আরও ৩৩ শতক জমি ক্রয় করা হয়। মাদ্রাসায় নতুন একটি বহুতল ভবন দরকার। মাঠ ভরাট করন, বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ বিভিন্ন সমস্যা সমাধান জরুরী। তারা আরও জানান, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরে সংশোধিত পরিচালনা বাজেটে কারিগরী ও মাদ্রাসার শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান করা হয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন বিবেচনায়। এ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও একটি বহুতল ভবন সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী ও এসএমসি সদস্য বৃন্দ।