খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধু আকলিমা খাতুনের (২২) হত্যাকারী তার স্বামীর ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে এক মানব বন্ধনের আয়োজন করে এলাকাবাসী। শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুাবাদ ইউয়িননের খুটারচর গ্রামে দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ তারাটিয়া সড়কে ঐ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, নিহত আকলিমার বৃদ্ধ কৃষক বাবা আলী হোসেন, চাচা জালাল উদ্দিন ও আলা উদ্দিন, গণ্যমান্যদের মধ্যে আবুল কালাম, শাহজাহান, আলম, নাহিদ, রুবেল, তারেক সহ অন্যান্য। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বাহাদুরাবাদ সরদারপাড়া বাজার, পোল্যাকান্দি ব্রীজ বাজার, খুটার চর মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নিহত আকলিমার বাবা আলী হোসেন সহ বক্তাগণ চোখের জলে সাংবাদিকদের সামনে নিরপরাধ, নির্দোষ আকলিমা হত্যাকারী হেলালের দৃষ্টান্ত মূলক শাস্তি তথা তার ফাঁসির দাবি জানান। বৃহস্পতিবার স্বামীর হাতে এক সন্তানের জননী আকলিমা খাতুন (২২) খুন হয়েছে। এ নৃশংস ঘটনা ঘটেছে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে। নিহত আকলিমা দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তার বাবার নাম মুল্লুক মিয়া। আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের কৃষক আলী হোসেনের কন্যা। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর নয়াদিগন্তকে জানান, আকলিমা হত্যায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার দিনগত রাতের কোন এক সময় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে নিহত আকলিমার লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।