খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে বিচ্ছিন্ন হয়েছে আলম নামের এক ব্যবসায়ী যুবকের পা। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর বাজারীপাড়া গ্রামের ছাদেক আলীর পুত্র ও দম এর নাতি। জানা গেছে, আলম দেওয়ানগঞ্জ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি দেওয়ানগঞ্জ বাজার সহ অন্যান্য বাজার থেকে বাজারের কসাইদের কাছ থেকে গরু, মহিষ ও ছাগলের হাড় গোড় কম দামে কিনে নিয়ে জামালপুর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিক্রি করে। শুক্রবার ৭ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি জামালপুরে যান এবং ৮ এপ্রিল শনিবার সকালে তিনি ৭ নং আপ ট্রেন যোগে দেওয়ানগঞ্জ মুখে আসছিলেন। দেওয়ানগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী বেলতলী বাজার ৩নং রেল লাইন এলাকায় ট্রেনটি এলে সময় সাশ্রয়ের জন্য চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছাড়াও তার বাম পা ট্রেনের চাকার নিচে পরে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনের রেল পুলিশ ফাড়ির ইনচার্জ (এএসআই) মোঃ হোসেন আলী নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র তারা সেখানে ছুটে যান এবং পা বিচ্ছিন্ন গুরুতর আহত ট্রেন যাত্রী আলমকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা বিচ্ছিন্ন পায়ের অংশ সহ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে বলে এএসআই মোঃ হোসেন আলী ও তার বন্ধু জয়নাল আবেদীন এ সাংবাদিককে জানান।