দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত ডি ডি এফ স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সদ্য অবসরপ্রাপ্ত সানন্দবাড়ী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ইনর্চাজ সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, ইসলামি ব্যাংক বাংলাদেশের প্রটোকল অফিসার টু এমডি আব্দুল্লাহ আল মাহমুদ ইবনে রুহানী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ইসমাইল হোসেন সহ অন্যান্য।