Sunday, June 11, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জে ড. এম.এ সাত্তারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

দেওয়ানগঞ্জে ড. এম.এ সাত্তারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও বেইস এর উদ্যোগে বেইস প্রতিষ্ঠাতা, সাবেক সচিব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ ড. এম.এ সাত্তারের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেইস দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ তাহেরুল ইসলামের সভাপতিত্বে এবং বেইস কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার (সিডিও) মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবারের সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও দেওয়ানগঞ্জ ইউপি সদস্য মোঃ মুক্তা মিয়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেইস কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, বেইস কর্মকর্তা শাহানা আক্তার, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা আতাউল গণি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, জাকিউল ইসলাম, মনোয়ার হোসেন সহ অন্যান্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments