নিজস্ব সংবাদদাতা: দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে, এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে এক র্যালি, মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এবং দুপ্রকের সম্পাদক মদন মোহন ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আলী আকন্দ, নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য হারুন উর রশিদ,সাবেক জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, সাবেক জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন সাংবাদিক খাদিমুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তাহমিনা আক্তার প্রমুখ ।