খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের উৎমারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ২ বছরের এতিম শিশু রুমা বেগমের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। এতিম ও প্রতিবন্ধী শিশু রুমা দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিশু শ্রেণীতে পড়াশুনা করছে। পড়াশুনা ও খেলাধূলায় তার খুব আগ্রহ বলে জানান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। রুমার মা আমেনা বেওয়া নয়া দিগন্তকে জানান, রুমার মাথায় পানি জমে গেছে বলে জানিয়েছেন ডাক্তার। ক্রমশঃ মাথাটি আকারে বড় হয়ে যাচ্ছে। আয়নাতে এত বড় মাথা দেখে নিজেই ভয় পায় রুমা। বড় হবার কারন জিজ্ঞেস করেন মাকে। মাথা বিশেষ আকার হওয়া ছাড়াও রুমার সমস্যার মধ্যে এক হাতের আঙ্গুল নেই, এক কানের ছিদ্র নেই। গভীর রাত পর্যন্ত কান্নাকাটি করে। তার মা জানান, প্রথম দিকে ধার দেনা করে মানুষের কাছে হাত পেতে কিছু টাকা যোগাড় করে চিকিৎসা করা হলেও তাতে কাজ হয়নি। মোটা অংকের টাকা ছাড়া বড় কোন হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। গত বৃহস্পতিবার রুমার স্কুলে উপজেলা সমাজসেবা অফিসার জয় কৃষ্ণ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা ও প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে এসব কথা হয় রুমার মা আমেনা বেওয়ার সাথে। প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, তিনি তার স্কুলে ফ্রী ভর্তি করা ছাড়াও ব্যক্তিগত ভাবে সম্ভব মতো সহযোগীতা করে আসছেন। মা আমেনা বেওয়া তার এতিম শিশুর চিকিৎসার্থে সরকার ও বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।