খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ২৫০ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রাণি সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক আলীর পক্ষ থেকে এসব ঈদ উপহার প্রদান করা হয়। মঙ্গলবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দেওয়ানগঞ্জ উপজেলা নতুন কমপ্লেক্স ভবন সভাকক্ষে ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক আলীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ওবায়েদ লতা মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রশিদ খুরম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিকুজ্জামান তারিক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ কাদের, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল দাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাদের হোসেন সহ অন্যান্য। আমন্ত্রিত অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ প্লেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্লেসক্লাবের সাবেক কয়েকবারের সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদ বাবু মদন মোহন ঘোষ। শাড়ী বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে অসীম সাহসিকতার সাথে ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক আলী। দেশ স্বাধীনের পরে স্বীয় যোগ্যতা বলে তিনি ধাপে ধাপে প্রাণি সম্পদ বিভাগের মহাপরিচালক পদে উন্নীত হয়েছিলেন। স্বাধীনতার অর্ধশত বছর ধরে তিনি বীর মুক্তিযোদ্ধা সহ সমাজের অবহেলিত জনগণের পাশে এসে দাড়াচ্ছেন। তিনি দেওয়ানগঞ্জ তথা পুরো জামালপুর জেলায় একজন জনপ্রিয় সমাজসেবক হিসেবে পরিচিত।