খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউয়িনের তারাটিয়া বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল বাছিরের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠানে দলবদ্ধ হামলা, ভংচুর, মারধর ও ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি জুয়েল ও ব্যবসায়ী আব্দুল বাছিরের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। গত ২৯ শে এপ্রিল শনিবার সকালে এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আব্দুল বাছির তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করে বলেন, স্থানীয় সাবেক চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি জুয়েলের নেতৃত্বে ঐ হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটে। এ ব্যাপারে আদালতে আইন শৃঙ্খলা বিঘœকারী (দ্রুত বিচার) আইনের ২০১৮ এর ৪/৫ধারায় একটি মামলা করা হলে হলে তাদের নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনের পরে বিকেলে জামালপুরের পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহম্মেদ তারাটিয়া গমন করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিবাদমান উভয় পক্ষের সাথে কথা বলেন। এছাড়া স্থানীয় পাররামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্যদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, সাংবাদিক সহ শ’শ’ এলাকাবাসী। পরে বিষয়টি নিরসনের লক্ষে আগামী ৬ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহম্মেদ। এ উদ্যোগের বিষয়টি স্থানীয় নানা মহলে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।