নিজস্ব সংবাদদাতা:
জামালপুর দেওয়ানগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ২ শতাংশ খাস জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন-গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন দূর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কোরবান আলী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার চুকইবাড়ী ও চিকাজানী ইউনিয়নের ৩২টি ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসান জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ১শ ৭২ জন সুবিধাভোগীর জন্য ১৭২টি ঘরের দ্রুত গতিতে কাজ চলছে। প্রতিটি ঘরের ব্যয় হচ্ছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ভূমিহীনদের ঘরের কাজ প্রায় শেষের দিকে, কাজের মান উন্নত করার লক্ষ্যে কর্মরত অফিসার কাজ করে যাচ্ছেন। ২০ জানুয়ারীর পর ঘরগুলো আনুষ্ঠানিকভাবে তালিকাভূক্ত সুবিধাভোগীদের মাঝে দিতে পারবো বলে আশা করছি। দূর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কোরবান আলী জানান, কাজের মান ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দেওয়া ভূমিহীনদের ঘরের কাজ আরো মজবুত করতে হবে। কোনপ্রকার ত্রুটি থাকলে পরবর্তীতে তারা অর্থের অভাবে কাজ করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন, দূর্যোগ মন্ত্রণালয়ের সহকারী সচিব হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসান, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল।