প্রতীকি ছবি
দেওয়ানগঞ্জ সংবাদদাতা: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের মদিনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সমস্যার শেষ নেই। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার শিক্ষার্থী ২৫০ জন, শিক্ষক ৯ জন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনের চালা ঘরে পরিচালিত হয়ে আসছে মাদ্রাসাটি। ১৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসাটি অত্র এলাকায় ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে। মদিনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ আঃ আলীম, পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আহসান হাবিব, ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন, রবিউল ইসলাম সহ অনেকের দাবি মাদ্রাসাটির এমপিও ভূক্তি, ভবন নির্মাণ, মাঠ ভরাট করন ও বাউন্ডারী ওয়াল নির্মাণ। তারা আরও জানান, এ এলাকায় ইতি পূর্বে কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। হাজারো মানুষের চাহিদা ছিল একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের। অদম্য ইচ্ছা থাকা সত্বেও পড়ার সুযোগ ছিলনা এখানে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবার পর ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আগে ঝরে পড়তো এসব শিক্ষার্থীরা। এলাকাবাসীর দাবি এ প্রতিষ্ঠানটি এমপিও ভূক্তি ও একটি ভবন নির্মাণ হলে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে অত্রাঞ্চলে আলোক বর্তিকা হিসেবে প্রতিষ্ঠানটি পরিচিতি পাবে। ছড়াতে থাকবে শিক্ষার আলো।