দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এক মসজিদের ইমামকে উত্যক্ত করার মামলায় পুলিশ নাদু বেপারী নামে এক আসামীকে গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করেছে। প্রধান আসামি জাকির হোসেন জাক্কুকে গ্রেফতার করার অভিযান চলছে। জানাগেছে, গত ৬ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মসজিদের ইমাম মুফতি নূর মোহাম্মদের সাথে একই এলাকার বখাটে মাদকাসক্ত জাকির হোসেন জাক্কু খারাপ আচরণ করেন। এ কথা জানাজানি হলে, পরদিন ৭ এপ্রিল তৌহিদি মুসলিম জনতা নামের ব্যানারে শত শত মুসল্লি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারা মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন পূর্বক দেওয়ানগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে জমায়েত হয়। বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আক্রামুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাধারন সম্পাদক আরিফ খান রাসেল সহ অন্যান্য। বক্তব্য চলাকালীন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বাবু শ্যামল চন্দ্র ধর সেখানে এসে স্বেচ্ছায় বক্তব্য প্রদানকালে বিক্ষোভকারীদের আশ^স্ত করেন যে, অভিযোগ পেলে যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করা হবে। ৮ এপ্রিল শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বাবু শ্যামল চন্দ্র ধর নয়া দিগন্তকে জানান, ঐ ঘটনার প্রেক্ষিতে মামলার আসামী নাদু বেপারীকে গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রধান আসামি জাকির হোসেন জাক্কুকে গ্রেফতার করার অভিযান চলছে।