নিজস্ব সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় আবাসন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের ৯ টি বীর নিবাসের দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের দলিল হন্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ১ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এবং এমপির পিএ বিকাশ কবীর ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন,পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ শ্যামল চন্দ্র ধর, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ইউপি চেয়ারম্যান আজিজুররহমান, সেলিম খাঁন, জে,কে, সেলিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এরপর জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বিশেষ উঠান বৈঠকে যোগদান করেন এত বছরের জাতীয় ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ সহায়তা বকনা গরু বিতরণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ।