নিজস্ব সংবাদদাতা:
জামালপুরের দেওয়ানগঞ্জে ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে এক অভিযান পরিচালনা করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা এবং সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অহনা জিন্নাত। গত বৃহস্পতিবার খড়মা বাজার এবং এবং বেলতুলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ মামলায় দুই হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ১৬ টি মামলায় ৩৫০০ টাকা জরিমানা করেন।
অপর দিকে পাররামরামপুর ইউপি নির্বাচনে আচরন বিধি লঙ্ঘন করায় বিভিন্ন প্রার্থীকে কয়েকটি মামলায় ৪০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় ঘটে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত।