Saturday, February 4, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জে মৎস্য চাষীদের মাঝে সাইনবোর্ড, পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

দেওয়ানগঞ্জে মৎস্য চাষীদের মাঝে সাইনবোর্ড, পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

খাদেমুল ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ টু প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি প্রদর্শনী চাষীদের মাঝে সাইনবোর্ড, মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, সহকারী পরিচালক মোখলেছুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম। ঐদিন উপজেলার ৬ জন মহিলা মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিস হল রুমে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের গুড একুয়া কালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ২০ জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশ নেন। ঐ দিন আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক কয়েকবারের সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক খাদেমুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments