খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসের সহযোগীতায় সূবর্ণ নাগরিক কার্ড বিতরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন ২০২৩ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু জয়কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আহসান হাবিব এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক খাদেমুল ইসলাম। স্কুলের শত শত প্রতিবন্ধী শিক্ষার্থীরা সূবর্ণ নাগরিক কার্ড হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয় এবং তা গলায় ঝুলিয়ে নাচ গান করতে থাকে। অতিথিগণ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। সবশেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও দর্শক শ্রোতাগণ।