খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী তদানিন্তন বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আনোয়ারুল আজিম ছানার মৃত্যু বার্ষিকী উদ্যাপনের লক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এডিশনাল সেক্রেটারী রঞ্জিত কুমার দাস থাকার কথা রয়েছে। শহীদ আনোয়ারুল আজিম ছানার ছোট ভাই ঢাকায় প্রগতী লাইভ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট সমাজ সেবক মোঃ জালালুল আজিম চিশতী এ সাংবাদিককে জানান, আমার ভাই ছানা একজন মেধাবী ছাত্র ও ছাত্রনেতা ছিলেন। সমাজসেবা ও দেশপ্রেম ছিল অগাধ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে দেওয়ানগঞ্জ রেলস্টেশন ও বেলতলী বাজার এলাকা ছিল বিহারী ও স্বাধীনতা বিরোধীদের প্রভাবিত এলাকা। সেখানে দুঃসাহসীকতার পরিচয় দিয়ে বেলতলী রেল ক্রসিং স্থানে সর্ব প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে তাদের চক্ষুশুলে পরিনত হন তিনি। পরবর্তীতে পাক বর্বর বাহিনী দেওয়ানগঞ্জে এলে এ কথা জেনে ছানাদের বাড়ীঘর আগুনে ভস্মিভূত করে দেয় এবং ছানা সহ পরিবারের অন্যান্যদের ধরে নিয়ে যায় মৃত্যুপুরী বলে পরিচিত বাহাদুরাবাদ ঘাটে। সেখানে অমানবিক অত্যাচার করা হয় তাদের উপর। এরপর ছেড়ে দেওয়া হলেও বাড়ী এসে নজর বন্দী অবস্থায় বিনা চিকিৎসায় মারা যান ছানা। অন্যারা প¦ঙ্গুত বরণ করেন। আসছে ৬ মে শহীদ ছানার শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে পারিবারিক ভাবে কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ ও অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।